ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ছোট হরণ নামক ১৯ ও ২০ নং সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকাগামী পূর্বাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
মালবাহী ওয়াগনের পরিচালক ইমতিয়াজ রহমান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে বেলা ১১:১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পাস করে ১১:২০ মিনিটে তালশহর পূর্বস্থানে গাড়ির একটি চাকা লাইনচ্যুত হয়। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগনের অংশ রেখে মালবাহী ওয়াগনটি তালশহর স্টেশনে নিয়ে যাবে। এরপর আখাউড়া থেকে ইঞ্জিন এনে ওয়াগনের লাইনচ্যুত অংশ রেখে বাকি অংশ আখাউড়া জংশনে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধারকারী ক্রেন আসলে লাইনচ্যুত ওয়াগনটি নিয়ে যাওয়া হবে। সে পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী ক্রেন না আসা পর্যন্ত এক পথে ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।