রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ আগস্ট) মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া ও এম আর পি বিহীন পণ্য পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ওয়েলকাম সুপার শপকে ২০ হাজার টাকা, প্রিন্স স্টোরকে ১৫ হাজার টাকা ও সরকার ফার্মেসীকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন