ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০১৭
আয়েশা আহমেদ লিজা,ব্রাহ্মণবাড়িয়াঃ
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কামাল আহমেদ (৩৫) নামে একযুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের উপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
কামাল হবিগঞ্জ সোয়ারগাওএলাকার আব্দুল হাই মিয়ার ছেলে।
পুলিশ জানান, সকালে বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে সড়কের উপরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারকরে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের মাধ্যমে নিহতের নাম পরিচয় জানা গেছে।
নিহতের যুবকের বুকের দু’পাশে দুটি আঘাতের চিহ্নরয়েছে। তবে সেটি ছুরি নাকি বুলেটের আঘাত তা এখনো নিশ্চিত করেবলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গেপ্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান,ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করা হয়েছে।