বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি-বয় করোনায় আক্রান্ত, রোগি বেড়ে ৩৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অপারেশন থিয়েটার সহকারী (ওটি-বয়) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে ওই ওটি-বয়ের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তবে তিনি কীভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, ১৮ এপ্রিল ওটি-বয়ের (৩৫) নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তাকে এখন আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, রোববার দুপুর পর্যন্ত আমাদের হাতে আসা রিপোর্টগুলোর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।

আর পড়তে পারেন