শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রাণ গেল কয়েদির

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন।

শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, একটি মাদক মামলার নুরুল ইসলাম দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একমাস আগে তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

আর পড়তে পারেন