শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়লো

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়ে ৩১শে মে পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার (২১ মে) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে চলমান স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরায় নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিরা দেশে ফেরার অনুমতি পাবেন তাদের আগরতলা ও আখাউড়া চেকপোস্টে কিউআর কোডসহ করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

উল্লেখ্য, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে গত ২৬শে এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত আছে।

আর পড়তে পারেন