ভেঙে গেল পেপ গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার ৩০ বছরের সংসার

ভেঙে গেল পেপ গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার ৩০ বছরের সংসার
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। দীর্ঘ সম্পর্কের ইতি টানা এই বিচ্ছেদ সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, গত পাঁচ বছর ধরে গার্দিওলা ও সেরা ভিন্ন দেশে বসবাস করছিলেন। গার্দিওলা ম্যানচেস্টারে তার কোচিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যদিকে সেরা ছিলেন বার্সেলোনায়। এই বিচ্ছেদ নিয়ে ম্যানচেস্টার সিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গার্দিওলা ও সেরার প্রথম দেখা ১৯৯৪ সালে। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর তারা ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে— মারিয়া (২৪), মারিয়াস (২২) এবং ভ্যালেন্তিনা (১৭)।
স্পোর্ত জানায়, ডিসেম্বর মাসে এই দম্পতি সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন। তবে এই খবর খুব ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং পরিবারের সদস্য ও বন্ধুদের বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল। বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্রিস্টিনা সেরা গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সবসময় পাশে ছিলেন। ২০২৩ সালের জুনে যখন গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিপক্ষে জয় এনে দিয়ে ঐতিহাসিক ট্রেবল জিতিয়েছিলেন, তখন সেরাও ইস্তানবুলের সেই ম্যাচে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে এই দম্পতিকে উইম্বলডনে একসঙ্গে দেখা যায়।
গার্দিওলা তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ২০২২ সালে বলেছিলেন, ‘আমার স্ত্রী সবকিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে, আর কী নয়। আমি যথেষ্ট বুদ্ধিমান যে বুঝতে পারি, যারা আমার চেয়ে ভালো জানেন, তাদের পরামর্শ মেনে চলা উচিত।’
২০১৯ সালে ক্রিস্টিনা সেরা তার পারিবারিক ফ্যাশন কোম্পানি সেরা ক্লারেট পরিচালনার জন্য বার্সেলোনায় ফিরে যান। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
বিচ্ছেদের খবরের মধ্যে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সেও প্রভাব পড়েছে। চলতি মৌসুমে গার্দিওলার দল এখন পর্যন্ত শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে ম্যানসিটি এর আগে কখনো এমন বাজে পারফরম্যান্স করেনি।
সমাপ্তি হলেও, গার্দিওলা ও সেরার সম্পর্ক রয়ে গেছে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। তবে এই বিচ্ছেদ তাদের জীবনে একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে।