মতলব উত্তরে দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের ঈদ সামগ্রী বিতরণ

মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলায় দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সহগ্রাধিক দুঃস্থের মাঝে সেমাই-চিনি ও মসলা বিতরণ করা হয়। বুধবার সকালে কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা মাঠে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব আবদুল হাকিম মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল। দুঃস্থ সমাজকল্যাণ সংঘের সভাপতি একেএম রিয়াজ উদ্দিন শাহিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর মোঃ জহিরুল হক মিয়া জহির, ব্যবসায়ী হাজী মোহাম্মদ শেখ ফরিদ, দুঃস্থ সমাজ আরিফুল ইসলাম রুবেল, শাহ আলম, সোহাগ প্রমুখ।
মতলব উত্তর উপজেলায় দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সেমাই-চিনি ও মসলা বিতরণ করেন শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব আবদুল হাকিম মিয়াজী ও মতলব উত্তর থানা ওসি আনোয়ারুল হক।