মনোহরগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন আবু আসলাম

শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন আবু আসলাম। তিনি গত ১০ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সোমবার উপজেলার ১৩ তম নির্বাহী অফিসার হিসেবে তিনি অফিস করেন।
জানা যায়, আবু আসলাম এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বদলী হয়ে মনোহরগঞ্জ উপজেলার ১৩ তম ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি ২৮ তম বিসিএস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে। তার বাড়ি নারায়নগঞ্জ জেলায়। দায়িত্বপালনে তিনি মনোহরগঞ্জ উপজেলাবাসী সহযোগিতা কামনা করেছেন