মনোহরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের নাথেরপেটুয়া ডিগ্রী কলেজ রোড এলাকার আবু তাহের নামে এক ব্যক্তির বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় লোকজন রাস্তা দিয়ে চলাচলের সময় লাশের গন্ধ ও লাশের মত একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.জামির হোসেন জিয়া বলেন, ওই ব্যক্তির মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। এই এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে ঘুরাফেরা করছিল। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।