মহান স্বাধীনতা দিবসে দেবিদ্বারে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা আ’লীগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভা রোববার বিকেলে উপজেলার মোহনা আবাসিক এলাকার রৌশন ভিলায় অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ কে এম শফিউদ্দিন’র সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর আ’লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ধর্ম বিষয় সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল্লাহ মাসুদ পাখি, সাবেক সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, উপজলে আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, মোঃ ওমর ফারুক, আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফাফিজুর রহমান, আ’লী নেতা মফিজুল ইসলাম দুলাল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউপি চেয়ারম্যান গণ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন , যারা জয় বাংলা ধানের শীষের রাজনৈতি যারা করে তাদের রাজনীতি আমরা করিনা।আমরা রাজনীতি করি জয় বাংলার নৌকার। বক্তারা আরো বলেন -দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন একটি চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাই সকলে ঐক্য বদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আগামী দিনে নৌকা কে বিজয় করতে হবে।