শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সদরে ডেঙ্গু জ্বরে আনোয়ার হোসেনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সদর উপজেলার কাটানিসার গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবদুল হাইয়ের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের অবহেলায় আনোয়ার হোসেন মারা যান বলে তার পরিবার অভিযোগ করে।

পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন গত চার দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে ভর্তি হন। হসপিটালে অসুস্থ আনোয়ার হোসেনের সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম হয়নি। পরে গত শনিবার রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে দায়িত্বরত চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন।

মৃত আনোয়ার হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৩ তারিখ রাত ৩ টায় আমার ছোট ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হসপিটালে দায়িত্বরত চিকিৎসক কোন কিছু বুঝে ওঠার আগে আইসিওতে রাখার নির্দেশ দেন। এর মাঝে চলে পরীক্ষা নিরীক্ষা। আমরা পরীক্ষা নিরীক্ষা বাবদ ৪৭ হাজার টাকা পরিশোধ করি। বিকেলে আমাদেরকে বলা হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক আপনারা ঢাকার নিয়ে যান।

পরে বিকেল সাড়ে ৪টায় ল্যাবএইডে নিয়ে গেলে চিকিসকরা জানান, আনোয়ার হোসেন মারা গেছেন।

মৃত আনোয়ার হোসেনের ভাতিজা এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র সামির আহমেদ জানান, আমার চাচার রিপোর্ট অনুযায়ী দেখলাম কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রক্তচাপ তেমন ছিলো না। এছাড়াও কুমিল্লা টাওয়ার হাসপাতালে যথাযথ চিকিৎসা দিতে পারেনি। ফলে চাচার মৃত্যু হয়। আমি ল্যাব এইডের চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারাও একই কথা বলেছেন।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালের এজিএম মো. ফখরুল ইসলাম বলেন, আমরা আগামীকাল (আজ) রোগীর ব্যবস্থাপত্র দেখে এ বিষয়ে বিস্তারিত জানাবো।

সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান বলেন, আমাদের কাছে রোগীর স্বজনরা লিখিত অভিযোগ করুক। অভিযোগ পেলে আমরা তদন্ত করবো। তদন্তে হাসপাতালের গাফিলতি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন