মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

শরীফুল ইসলাম,চান্দিনাঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
চান্দিনা থানার এসআই মো. সালাউদ্দিন শামীম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার মহারং গ্রামের মো. শাহ আলম এর ছেলে মামুন (২৭), পশ্চিম বেলাশ্বর গ্রামের মবিন মিয়ার ছেলে কাদু (২৪), চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী গ্রামের ছিদ্দিক আলী মোল্লার ছেলে খলিল (৪৫)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।