মুক্তমত: বৃহত্তর স্বার্থে দেশে “মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব” প্রতিষ্ঠাই প্রয়োজন
মোঃ মোস্তাফিজুর রহমান:
বর্তমান ২.০ সরকার কর্তৃক দেশে বিভিন্ন বিষয়ের সংস্কার নয় ( কেননা, “সংস্কার” বিষয়টির গন্ডি অতি ক্ষুদ্র, নগন্য, শ্রুতিমধুহীন), বরং; বৃহত্তর স্বার্থে দেশে “মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব” প্রতিষ্ঠাই প্রয়োজন। যা অনেক ব্যাপক, বিস্তৃত ও শ্রুতিমধুর বিষয়। স্বাধীন বাংলাদেশের ৫২ বছরে শেখ হাসিনা রাজনৈতিক- সাংবিধানিক ক্ষেত্রে যত সংস্কার করেছেন (?) এ রেকর্ড আগামী হাজার বছরে কেউ ভাংতে পারবেনা। সংস্কারের এ অপ্রয়োজনীয় বিশাল রেকর্ড গড়ে ম্যাডাম নিজেও শেষ হলেন। শেখ মুজিবকেও শেষ করলেন। সংস্কারের ঠেলায় আওয়ামী লীগের ভবিষ্যতও আজ তুমুল অমানিশায় ঘেরা অবস্থায়। শেখ হাসিনা এ দেশে বহুল সমাদৃত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সাংবিধানিক এককেন্দ্রিক শাসন ব্যবস্থার এ দেশে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থার সংস্কার করেছেন(!!), সংস্কারের মাধ্যমে দিনের ভোট রাতে নেয়া চালু করেছিলেন। বিরোধীদল-ভোটার বিহীন নির্বাচন ব্যবস্থা আয়োজনের সংস্কার করেছিলেন। নিজ দল থেকে ডামি প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো নামীয় সবশেষ নজিরবিহীন সংস্কারটিও শেখ হাসিনা করেছেন। এ সবই ছিল “শেখ হাসিনার সংস্কার”। ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে সেটাও সংস্কারের লেটেস্ট ভার্সন।…। মূলত বিগত ১ যুগ ধরে শেখ হাসিনার উন্নয়ন, উন্নয়ন এর স্লোগান আর বর্তমান ২.০ সরকারের বিভিন্ন বিষয়ের “সংস্কার” -খুবই ক্ষুদ্র ও নিম্নমানের ২টি স্লোগান সম্বলিত বিষয় বৈ কিছু নয় বলেই আমার মনে হয়- যদি না বর্তমান সরকার দেশে “মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব” প্রতিষ্ঠার ব্যবস্থা না করে।
দেশের স্বার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সমৃদ্ধ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত,গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক,শান্তিপূর্ণ রাজনীতির ১টি বাংলাদেশ গড়তে দেশে”মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা” করা অপরিহার্য। ১৬/১২/১৯৭২ থেকে কার্যকর থাকা বর্তমান সংবিধান কাঠামোতে এ দেশে নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী তথা ১ ব্যক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠারই ব্যবস্থা করা হয়েছে। যেখানে সংবিধানের [১] ৪৮(৩),৫৫(২),৭০ নং অনুচ্ছেদ সমুহ প্রত্যক্ষভাবে এবং ৫৬(৩),৫৭(২),৭২(৩),১১৯(১)(খ) অনুচ্ছেদ সমুহ পরোক্ষোভাবে এ বিষয়ে ভুমিকা রেখে আসছে। দেশে মহান “সংবিধানের শ্রেষ্ঠত্ব” প্রতিষ্ঠাই হলো সব সংস্কারের জননী স্বরূপ। ১৬/১২/’৭২ থেকে ০৫/০৮/’২৪ পর্যন্ত দেশের কোন রাস্ট্রনায়কই দেশে মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কাজটি করেনি একান্ত স্বার্থগত কারণে। ৩৬ জুলাই বর্তমান ২.০ স্বাধীন বাংলাদেশের সরকারের বিষয়টি বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। বুঝেও যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তা হবে শেখ হাসিনার উন্নয়ন, উন্নয়নের স্লোগানের ফানুশের বিপরীতে দুর্নীতি, গণতন্ত্র হত্যা, ক্ষমতা কুক্ষিগত করার লিপ্সার দুর্বিনীত আকাঙ্ক্ষার ন্যায় বর্তমান সরকারেরও সংস্কার, সংস্কারের স্লোগানের বিপরীতে অন্য কোন হীন উদ্দেশ্য বাস্তবায়নাকাংখা। সংস্কারের চেয়ে দেশে মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা হাজার গুণ উত্তম। যথাযথ দায়িত্ব নিয়েই কথাটি বলছি ইনশাল্লাহ। লবণ- চিনি উভয়ের রং প্রায় একই হলেও কোনটা কি সেটা বুঝি।…
দেশের সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৫৭(২) অনুচ্ছেদের প্রথমাংশে প্রধানমন্ত্রীর পদের মেয়াদকাল বিষয়ে যা আছে তা সত্বেও, প্রধানমন্ত্রী স্ব-পদে বহাল থাকাবস্থায় – “দেশদ্রোহীতা, সংবিধান লংঘন, গুরুতর অসদাচারণ, রাস্ট্রীয় খমতার অপব্যবহার, রাস্ট্র পরিচালনায় ব্যর্থ”- এ অভিযোগ সমুহের যে কোন অভিযোগে প্রধানমন্ত্রী অভিযুক্ত হলে, দেশের অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমুহের ( রাস্ট্রপতি, প্রধান বিচারপতি ..) ও বিশ্বের সভ্য গণতান্ত্রিক দেশের নির্বাহী বিভাগের প্রধানের ( আমেরিকার রাস্ট্রপতির) ন্যায়- আমাদের দেশের নির্বাহী বিভাগের প্রধান (৫৫/২) প্রধানমন্ত্রীকেও যাতে তার পদ থেকে যথাযথভাবে “অপসারণ” করা যায়, এমন সাংবিধানিক ব্যবস্থার বিধান করা হলেই দেশে মহান সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে। সংগত কারণে লেখার কলেবর বাড়াচ্ছি না।
লেখক: মোঃ মোস্তাফিজুর রহমান (৫৩)।
পাড়াগ্রাম, বাতিসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
email: mdmostafiz1971@gmail.com .