মুরাদনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা সদর এলাকার মাস্টার পাড়ায় গত সোমবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রি প্রদান করে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে তার নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল পরিদর্শনকালে খাদ্য সামগ্রি প্রদান করে।
খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে এক বস্তা চাউল, এক কেজি তৈল, পাচঁ কেজি আলো, দুই কেজি পেয়াজ ও রসুনসহ বিভিন্ন খাদ্য সামগ্রি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক, আবুল কালাম, আবুল হাসান জুয়েল, এম এস ইকবাল, আক্তার হোসেন, কাজল, মোজাম্মেল হক চৌধুরী, সাদেকুল ইসলাম প্রমুখ।