সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে এতিম শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০২১
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খাঁনের আয়োজনে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর নূরানী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাদ্রাসার প্রাধান শিক্ষক আল আমিন সাইফি।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাবেক আহবায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, শরীফ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, উপজেলা কৃষকলীগের সদস্য সাইদুল ইসলাম, ছালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু খায়ের সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, ইয়াসিন আহম্মেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়ার হাসান নিসু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম স্বপন, আবু বক্কর মোহাম্মদ হোসাইন, মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি বায়েজিদ আলম, ধামঘর ইউনিয়নের সভাপতি আরাফাত চৌধূরী, সাধারণ সম্পাদক আহম্মেদ সিকদার, জাহাপুর ইউনিয়নের সভাপতি তারেক আদনান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, পাহাড়পুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী আল মামুন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সবুজ, ছালিয়াকান্দি ইউনিয়নের আহবায়ক মোঃ সেলিম সরকার, যুগ্ম আহবায়ক ইমন মাহমুদ, জাহাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নাদেন মাসুদ, বাঁশকাইট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমন ভূইয়া, ছাত্রলীগ নেতা সুমন আহম্মেদ, রাসেল আহম্মেদ জয়, মেহেদি হাসান, শেখ সুমন, হাসিব, কাউসার সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন