শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সর্বস্তরের জনসাধারনের সাথে এক মতবিনিময় সভা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষণা করেন। এ সময় দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার লোকজন ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশিরমাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল অলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোহাম্মদ আব্দুল হাই খান, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির কেন্দ্রি সাধারন সম্পাদক গাজিউল হক চৌধুরী প্রমুখ। দিন ব্যাপী জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ, কুলুবাড়ি কমিউনিটি ক্লিনিক, কুলুবাড়িস্থ উন্নয়ন প্রকল্প, কুলুবাড়ি মহিলা মাদ্রাসা, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ, নবীপুর পশ্চিম ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নবীপুর পশ্চিম ইউনিয়নের ভিজিডি কার্যক্রম, বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীপুর পশ্চিম ইউনিয়নের পল্লী সঞ্চয় কাযক্রম, নবীপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

আর পড়তে পারেন