সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে পরিবার কল্যান সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
”প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২৪-২৯শে নভেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে কবি নজরুল মিলনায়তনে
এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।
এফপিআই বশীর জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনুর বশীর, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ রেহানা ফেরদৌস, হাবিবুর রহমান।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাকসো খলিলুর রহমান, এফডব্লিউভি লাভলী আক্তার, নার্গিস আক্তার, এফপিআই ইমরান নাজির,মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, রাশেদা বেগম প্রমুখ।

এছাড়াও উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল সাকমো, এফডব্লিউভি, এফডব্লিউএ, এফপিআইসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সদ্য অবসরে যাওয়া এবং সদ্য যোগদান করা কর্মকর্তাদের ফুল দিয়ে বিদায় ও বরণ করেন অতিথিবৃন্দরা।

আর পড়তে পারেন