শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে পাচঁ শতাধিক পরিবারের মাঝে বিদ্যুতায়ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৭
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচগড়া ৫ শতাধিক পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার দুপুরে মোচাগড়া স্কুল মাঠে নতুন এ বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
মো: হুমায়ন কবিরের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব এ.কে.এম খাইরুল আলম, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ব্যবস্থাপক হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক পার্থ শারথী দত্ত, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমীন, সহ-সভাপতি আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল, সিনিয়র যুন্ম-আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান (বাকির), কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ নাহিদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মদ, বাঙ্গরা বাজার থানাছাত্রলীগের আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

আর পড়তে পারেন