মুরাদনগরে বাড়ির পাশের পুকুর থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে বিকাশ চন্দ্র বর্মন (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে লক্ষ্মীপূজায় গিয়ে বাড়ি ফেরেনি বিকাশ। সোমবার (২ নভেম্বর) সকালে বাড়ির পাশের পুকুর থেকে বিকাশের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বিকাশ মুরাদনগর উপজেলার জেলেপাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বিকাশ চন্দ্র বর্মন বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজায় গিয়ে বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে না আসায় রোববার রাতে তার বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মন মুরাদনগর থানায় জিডি করেন।
সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে বিকাশের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাহিদ আহমেদ বলেন, বিকাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী দুপুরে মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।