মেঘনায় আব্দুল্লাহ আল মামুন স্কাউট কমিশনার নির্বাচিত

এম এইচ বিপ্লব সিকদার:
কুমিল্লা মেঘনা উপজেলায় বাংলাদেশ স্কাউট কমিটি মেঘনা শাখার আব্দুল্লাহ আল মামুন স্কাউট কমিশনার নির্বাচিত হন।
বুধবার (১৬ আগষ্ট )উপজেলা অডিটোরিয়ামে বিকাল ৪ টায় সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন হয়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্কাউট শিক্ষক,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,কাব শিক্ষকরা এ নির্বাচনের ভোটার ছিলেন।মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ১১৭ ভোট পেয়ে চন্দন পুর এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক আখন্দ কে পরাজিত করে জয় লাভ করেন।আব্দুল মালেক আখন্দ পেয়েছেন ২ ভোট। এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন,সহকারী কমিশনার ভূমি এ এস এম মূসা,বাংলাদেশ স্কাউট কমিটির আঞ্চলিক ও জেলা সম্পাদক দাউদকান্দি বড়কোটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ভূইয়া,শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম,বিভিন্ন শিক্ষক বৃন্দ।