সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেদির রং না শুকাতেই যৌতুকের বলি মনোহরগঞ্জের পিপাসা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০১৯
news-image

 

সেলিম চোধুরী হীরা, লাকসামঃ
বিয়ের হাতের মেহেদী না সুখাতেই কুমিল্লার মনোহরগঞ্জে যৌতুকের টাকা না দেওয়া নববধু পিপাসা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার বিকেলে সরসপুর ইউনিয়নের রুদ্রপুর (সাটরা)গ্রামে।

নিহত পিপাসা আক্তার একই ইউনিয়নের ভাউপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত পিপিসার স্বামী ওসমান স্বপরিবারে পলাতক রয়েছে।

আর পড়তে পারেন