মৌসুমী-নিলয় এর মেলামেশাকে কোনোভাবেই পছন্দ করতে পারে না ওমর সানী !
বিনোদন ডেস্ক: একটি প্রাইভেট কোম্পানিতে ফ্যাশন ডিজাইনে কাজ করে মৌসুমী। একটি বড় কাজে ডিজাইন প্রায় শেষ করে আনার পরে কম্পিউটারটি ক্র্যাশ করে। কোম্পানিতে সদ্য জয়েন করা নিলয় অনেক চেষ্টার পরে সমস্ত ফাইল উদ্ধার করে দেয়। মৌসুমীর ভালো লাগে নিলয়কে। নিলয় এবং মৌসুমীর এই মেলামেশাকে কোনোভাবেই পছন্দ করতে পারে না ওমর সানী। সে একজন ডন। মৌসুমীর বাবা-মাকে হত্যা করে মৌসুমীকে পাওয়ার জন্য সে মরিয়া। মৌসুমী নিলয়ের এই ভালোবাসা ওমর সানী সহ্য করতে পারে না। নিলয়কে লোক পাঠিয়ে আঘাত করে ওমর সানী।
গল্পটি ভালোবাসবোই তো চলচ্চিত্রের।নামগুলোও বাস্তব। এই প্রথম চলচ্চিত্রে জুটি হয়ে আসছেন নিলয় ও মৌসুমী।সঙ্গে থাকছেন ওমর সানি। প্রয়াত নির্মাতা বেলাল খানের সর্বশেষ চলচ্চিত্র এটি।চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারী।
এদিন দুপুর ২টা চল্লিশে চলচ্চিত্রটি চ্যানেল আই প্রচার করবে।