ময়নামতিতে ১৮’শ পিস ইয়াবাসহ যুবক আটক

মারুফ আহমেদ ঃ
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে ময়নামতি সেনানিবাস এলাকায় চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে শাহজলাল বিজয় (২৪) নামের এক যুবককে ১৮’শ পিস ইয়াবাসহ আটক করেছে।
হাইওয়ে পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে সার্জেন্ট মামুন,এটিএসআই বজলুল হকসহ পুলিশের একটি দল ময়নামতি সেনানিবাস এলাকায় চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটকে তল্লাসী করে। এসময় যাত্রীবেশে থাকা শাহজালাল বিজয় নামের এক মাদক পাচাঁরকারীকে আটকে তার সাথে থাকা ব্যাগ থেকে ১৮’শ পিস ইয়াবা উদ্ধার করে। শাহজালাল বিজয় চট্টগ্রামের বন্দর থানার কুশিয়ারা এলাকার ফিরোজুর রহমানের পুত্র। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।