সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যেকোনো মুহূর্তেই আর্জেন্টিনার হয়ে ফিরবেন মেসি-ম্যারাডোনা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

আগামী ১৭ ও ২০ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কালোনির শিষ্যরা। মেসি খেলছেন এই দুই ম্যাচেও। কবে ফিরবেন জাতীয় দলে তাও নিশ্চিত নয়। আশা করা হচ্ছে আগামি বছর কোপা আমেরিকাতে ফিরবেন তিনি। মেসির ফেরা নিয়ে ফুটবল ঈশ্বর বলেছেন, মেসি ফিরবেই।

মেক্সিকান ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। কয়েকদিন আগেই মেসির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন ১৯৮৬ সালের এই বিশ্বকাপ জয়ী। এবার বার্সেলোনা ফরোয়ার্ডের জাতীয় দলের ফেরা নিয়ে কথা বলেছেন ম্যারাডোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাতকারে ৫৮ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, মেসির জাতীয় দলের ফেরা নিয়ে বেশ আশাবাদী তিনি। সর্বকালের সেরা এই ফুটবলার বলেন, আমার মনে হয় তিনি দ্রুতেই ফিরবেন। কারণ এটা যদি না হয় তাহলে আমরা বড় সমস্যায় পড়ব।

আর পড়তে পারেন