শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত’

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয়ে বিএনপি দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব পেশ করেছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, তাদের সকলের লক্ষ্য ছিল দেশ ও জনগণের কল্যাণ। মানুষ চায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দুঃখের বিষয় হলো, সংস্কার ও নির্বাচনকে পরস্পরের বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো সমাপ্ত ঘটনা নয়। তিনি মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি, ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া থেকে সকলকে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

 

আর পড়তে পারেন