শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাণীর কুটিরের সীমানা প্রাচীরে প্লাস্টিকের বোতলের ঝুলন্ত বাগান করলো ভিবিডি কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে নগরীর রাণীর কুটির এর সামনের সীমানা প্রাচীরের দেয়ালে প্লাস্টিকের বোতলের মাধ্যমে ঝুলন্ত বাগান করেছে একদল স্বেচ্ছাসেবী।


গত ২৮ সেপ্টেম্বর এই ইভেন্টেটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৬০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

ভিবিডি-কুমিল্লা জেলার উদ্যোগ এই ইভেন্টে গাছ এবং মাটি দিয়ে সহায়তা করে গার্ডেনার্স লাভারস বাংলাদেশ ।

এ বিষয়ে ভিবিডি প্রেসিডেন্ট সামি এবং সাধারণ সম্পাদক দাইয়ান জানান, আমাদের আশে পাশে পরিত্যক্ত প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সেগুলিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ প্লাস্টিকের বোতল সংগ্রহ করে এই বাগান তৈরি করি। এর প্রধান লক্ষ্যই হল সবাইকে এই কাজে আরো বেশি উৎসাহিত করা এবং বোঝানো যে চাইলেই আমরা সব করতে পারি। আমরা এই গাছ গুলিকে লাগিয়ে দায়িত্ব শেষ করতে চাই না । আমরা কুমিল্লাবাসীর সবার কাছে সাহায্য চেয়েছি  যে যখন সে পথে যাবে তাতে যেন নিজের সাধ্যমতো পানি ছিটিয়ে যায়।নিজের শহরকে ভালোবাসতে শিখলে হয়তো দেশটাই একদিন বদলে যাবে।

আর পড়তে পারেন