শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৬, ২০১৯
news-image

 

 

মো.শরীফুল ইসলাম ঃ

কুমিল্লার চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাধাইয়া বাজারে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত ১৫-২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স্নেহাশীষ দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলামের নেতৃত্বে এবং চান্দিনা থানা পুলিশের সহযোগিতায় ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের পাশ ঘেঁষে মাধাইয়া বাজারের খালটির উপর প্রায় ১৫-২০টি দোকান খালটি অবৈধভাবে দখল করে রাখে।স্থানীয় কিছু প্রভাবশালী দীর্ঘ দিন ধরে খালটি মাটি দিয়ে ভরাট করে ওইসব দোকান-পাট নির্মাণ করে ভাড়া আদায় করে আসছিল।

 

ইউএনও স্নেহাশীষ দাশ জানান, সারা দেশের নদী ও খালের উপর অবৈধ স্থাপনা ও সরকারি ভূমি সংরক্ষণের অংশ হিসেবে ডিসি’র নির্দেশে চান্দিনায়ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গায় ওই অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন