রাবেয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাক্কু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় বিএনপি’র সহ সভাপতি এবং কুমিল্লা দঃ জেলা বিএনপি’র সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি বেগম রাবেয়া চৌধুরীর কাছে দোয়া চেয়েছেন। রাবেয়া চৌধুরী মাথায় হাত বুলিয়ে সাক্কুর জন্য দোয়া করেন।
এ সময় জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯ মে বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মনিরুল হক সাক্কু। দলও তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তিনি তৃতীয়বারের মত নির্বাচনে অংশগ্রহণ করছেন।