রিয়াদে প্রবাসী বাংলাদেশী বাবুলের হাতে সবুজ নামের বাংলাদেশী খুন

জে,আলম হৃদয় :সৌদি আরব :
গত ৮ অক্টোবর সৌদি আরব রিয়াদের সানাইয়া জাদিদ এলাকায় বাংলাদেশী কর্মী সবুজ খুন হয়েছে বলে জানা গেছে।
মৃত সবুজ পাসপোর্ট নম্বর – ইই ০৭৮২০২৯, পিতা আবদুল ওয়াদুদ, গ্রাম -দক্ষিন ফাজিলপুর, ডাকঘর – বাংলা বাজার, থানা – বেগমগঞ্জ, জেলা – নোয়াখালী।
খুন হওয়া সবুজের ভাই কফিল উদ্দিনের সাথে এই ব্যাপারে ফোনে যোগাযোগ করে জানা যায় সানাইয়া জাদিদের এম এক্স পাইপ কোম্পানীর ভিলার নিচ তলায় গত ৮ অক্টোবর, সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলাদেশী নাগরিক বাবুল নামক ব্যাক্তির হাতে সবুজ আহত হন এবং
পাশ্বর্বতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরন করেন। নিহতের মৃতদেহ রিয়াদের সমেইচি হাসপাতালের মর্গে রয়েছে।
এই ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম স্থানীয় প্রথম সচিব মো: সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন, তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা পুরাপুরি জানা যায়নি, দূতাবাস হতে তদারকী করা হচ্ছে।
পুলিশ তদন্ত শেষে পরিবারের অনুমতি সাপেক্ষে স্থানীয় দাফন / দেশে প্রেরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হবে বলে তিনি জানান।