শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে নারায়ণ মূর্তি ভাংচুর করেছে হিন্দু যুবক, পরিবার বলছে মানসিক রোগি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০২৪
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লার লাকসামে নারায়ন দেবের মূর্তি ভাংচুর করেছে সুজন দে (২৫) নামের এক হিন্দু যুবক।
উক্ত মন্দিরে কোন সিসি ক্যামেরা নেই তবে মুল মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে উক্ত ব্যক্তিকে সনাক্ত করেন মন্দির কর্তৃপক্ষ ।তবে ঘটনার কয়েক ঘন্টার পর মন্দির কর্তৃপক্ষ ছেলেটিকে মানসিক রোগি বলে আখ্যায়িত করেন।তবে এ ভাংচুরের ঘটনায় কোন মামলা করবে না মন্দির কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫ টায় লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চুনাতী গ্রামের প্রদীপ মজুমদারের বাড়ির পারিবারিক নির্মাণাধীন মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে। সকাল ৮ টায় মন্দির কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পায়।

মূর্তি ভাংচুরকারি সুজন দে একই উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চুনাতী গ্রামের পশ্চিম বাড়ির স্বপন দে’র ছেলে।

মূর্তি ভাংচুরের পর ছেলেটি তার নিজ বাড়িতে নেই বলে জানা গেছে।

এ বিষয়ে মন্দিরের পরিচালক প্রণয় মজুমদার আজকের কুমিল্লাকে জানান, মূর্তি ভাংচুর করেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের এক ছেলে। সে কিছুটা মানসিক রোগি, নেশা করে। তাঁর দুইটা সন্তান আছে। তার বউ টিবি রোগে আক্রান্ত। সে সকালে এসে আমাদের কাছে অনেক কান্নাকাটি করেছে। সব কিছু বিবেচনা করে আমরা আইনী পদক্ষেপ নেইনি। এই ছেলে বিভিন্ন জায়গায় পূর্বেও এমন ভাংচুর করেছে। কয়েক মাস আগে কেমতলী এলাকায়ও মুর্তি ভাংচুর করেছে। মানসিক রোগি হওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের এখানে কখনো মুসলিমরা মুর্তি ভাংচুর করেনি। আমরা পাশাপাশি সম্প্রতি বজায় রেখে সুখে শান্তিতে বসবাস করছি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা আজকের কুমিল্লাকে জানান, এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ কোন মামলা করবে না। তাদের এ বিষয় নিয়ে কোন অভিযোগ নেই। তারা আমাদের জানিয়েছে, ছেলেটি মানসিক রোগি।তাই তারা কোন আইনী ব্যবস্থা নিবে না।

আর পড়তে পারেন