লাকসামে বিল থেকে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

সেলিম চৌধুরী হিরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় বিল থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৪) এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) দুপুর দেড়টায় উপজেলার ৩ নং কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কয়েকজন লোক জাল দিয়ে বিলে মাছ ধরার সময় জালে একটি বস্তা আটকে যায়। পরে বস্তাটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ এসে বিল থেকে বস্তাটি উঠিয়ে তার ভিতর থেকে একটি ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।
ই-মেইলে ছবি আছে