শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

লাকসামের বাটিয়াভিটা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ খোকন মিয়া (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে লাকসামে মোতায়েন সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথ বাহিনী একটি গোপন তথ্যের ভিত্তিতে উত্তরদা ইউনিয়নের ভাটিয়াভিটা গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় খোকন মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি নাজনীন সুলতানা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছে।”

আর পড়তে পারেন