লাকসামে হাসপাতাল থেকে ৬ নারী ছিনতাইকারী আটক
সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে ৬ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল ফোন ও টাকা ছিনতাইকালে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল মোহনপুর এলাকার সালমা বেগম (২৬), হাছনা আক্তার (২৫), মাধবপুরের কুতুব চান (৩০), বি-বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলার উত্তর আগলাবাড়ী এলাকার ধরমন গ্রামের হাজেরা খাতুন (২৩), বিলকিছ বেগম (২৬), নারগিস আক্তার (৩০)।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ভিড়ে সুযোগ বুঝে ওইসব সংঘবদ্ধ ছিনতাইকারীরা কৌশলে একাধিক নারী রোগীর মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়