লাকসাম কান্দির পাড় ইউপি ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন
সেলিম চেীধুরী হীরা ঃ
লাকসম উপজেলার ৩ নং কান্দির পাড় ইউনিয়ন ছাত্রদলের পূর্বের সকল কমিটি বিলুপ্ত করে শুক্রবার (৩ নভেম্বর) ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি পর্যায়ক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে উন্নতি করা হবে বলে দলীয় সুত্র জানায়। উপজেলায় ছত্রদলের সভাপতি ছায়েদুল ইসলাম ও সাধারন সম্পাদক মাইন উদ্দিন সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরানো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়।
৩ নং কান্দির পাড় ইউপি নবগঠিত কমিটিতে মো: খোরশেদ আলমকে সভাপতি ও মো: সাইফ খান রুবেলকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে অন্যান্যদের মধ্যে রয়েছেন আতিকুর রহমান রঞ্জু, আবু বক্কর ছিদ্দিক, আকতার হোসেন, মাহমুদ খসরু, আরিফুর রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শাহিন উদ্দিন মাটি, মাজেদুল ইসলাম রানা, আবু ছায়েদ, জসিম উদ্দিন, আরিফুর রহমান, সবুজ মিয়া, নাজমুল ইসলাম, মহিন উদ্দিন, পিয়ার আহম্মদ, ফারুক হোসেন, তানবিন হাসান রায়হান সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি।