রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২২
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ন ময়দা দিয়ে পণ্য তৈরি ও মেয়াদের তারিখ সম্বলিত সিল ছাড়া পন্য প্যাকেটজাত করে বেকারি পণ্য বিক্রয় করার অপরাধে কুমিল্লার তিতাসে একটি বেকারি মালিক কে ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে তিতাস উপজেলার গাজীপুরে এ অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ন ময়দা দিয়ে পণ্য তৈরি ও মেয়াদের তারিখ সম্বলিত সিল ছাড়া পন্য প্যাকেটজাত করে বেকারি পণ্য বিক্রয় করার অপরাধে তিতাস বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার বিএসটিআই এর পরিদর্শক তারেক রহমান ও তিতাস থানার এসআই পুষন সাহা।

আর পড়তে পারেন