লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ১০৫
লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ১০৫
ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে। ইসরায়েলের নতুন করে চালানো অতর্কিত হামলায় লেবাননে অন্তত ১০৫ জন নিহত এবং ৩৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, যা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে আইন-আল দেবলে ইসরায়েলের হামলায় দুইটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এতে ৩২ জন নিহত হন। এই হামলাকে লেবাননের রাজনৈতিক নেতারা গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে লেবাননের কর্মকর্তাদের বক্তব্য, লেবাননের দক্ষিণাঞ্চলে বাড়ি এবং অন্যান্য ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। বৈরুতের উপকণ্ঠে এবং বেকা ও বালবেক-হারমেল গভর্নরেটেও হামলা চালানো হয়েছে।
সোমবার ভোরে স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বৈরুতের কেন্দ্রীয় কোলা ব্রিজ এলাকায় বিমান হামলা চালিয়েছে। লেবাননের মতে, গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল হিজবুল্লাহকে যতটা সংগঠিত ও শক্তিশালী মনে করেছিল, বাস্তবে তাদের তেমনটা মনে হচ্ছে না। বরং তারা বেশ দুর্বল এবং এলোমেলো বলে মনে হচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের আরব স্টাডিজের একজন বিশিষ্ট বিশেষজ্ঞ হানিন গদ্দার বলেন, ইরানও হিজবুল্লাহকে যথেষ্ট সহায়তা করছে না।
গদ্দারের মতে, গাজায় ইসরায়েলের সেনার প্রয়োজন আর তেমন নেই, কারণ তারা সেখানে অভিযান প্রায় গুটিয়ে এনেছে। ফলে ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে লেবাননের দিকে নিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ইসরায়েল অনেকেই মনে করেছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য এই আক্রমণগুলো চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের অভিযানের লক্ষ্য সার্বিকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে। উল্লেখ্য, ইসরায়েলের এক আক্রমণে ইতিমধ্যেই নাসরুল্লাহর মৃত্যু হয়েছে।