বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষক জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিলেন কুমিল্লা সাহিত্য আড্ডা পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২১
news-image

 

সাকিব আল হেলালঃ

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে শেরে বাংলা এ্যাওয়ার্ড-২০২১ অর্জন করায় কুমিল্লার বরুড়া উপজেলার কেমতলী টেকনিক্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে কুমিল্লা সাহিত্য আড্ডা সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রোববার (২০ জুন) বেলা ২ টায় কেমতলী টেকনিক্যাল হাই স্কুলের সম্মেলন কক্ষে কুমিল্লা সাহিত্য আড্ডা সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক বাবু উত্তম কুমার ভৌমিক, কবি জহিরুল ইসলাম, কবি সোহেল রানা, সাংবাদিক সাকিব আল হেলাল, কবি হাবিবুর রহমান, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম, কবি মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যানো শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আর পড়তে পারেন