শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতাবেন কারিনা কাপুর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৬

বিনােদন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে ‘ক্লিন ঢাকা কনসার্ট’ মাতাবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করেছে অন্তর শোবিজ। আর প্রধান পৃষ্ঠপোষক আরএফএল ওয়েস্ট বিন। অনুষ্ঠান উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। এদিন বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। মূল কনসার্ট শুরু হবে মাগরিবের নামাজের পর। টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত। সিটি করপোরেশনের এই আয়োজনে কারিনা কাপুরের সঙ্গে বলিউড থেকে আরো অংশ নেবেন জাবেদ আলী ও কনিকা কাপুর। এছাড়াও বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিলসহ কিছু তারকাও অংশ নেবেন। রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।12670577_1098609896857238_1790030437213085829_n

আর পড়তে পারেন