মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুটিংয়ে আহত মীম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৬

বিনোদন প্রতিবেদক: ‘দাগ’ চলচ্চিত্রের শুটিংয়ে আহত হয়েছেন মীম। পায়ে চোট পেয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন তিনি। আর এ কারণে বন্ধ হয়ে গেছে চলচ্চিত্রটির শুটিংও। জানা যায়, শুক্রবার সিলেটের খাদিম পাড়ায় চলচ্চিত্রটির শুটিং চলকালীন পাহাড় থেকে পিছলে পড়ে গিয়ে আহত হন মীম। তাৎক্ষণিক মীমকে শুটিং স্পট থেকে সরিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।160114_1758_Bidya_Sinha_Saha_Mim_25

আহত মীম বলেন, ‘পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছি। পায়ে খুবই ব্যাথা পেয়েছি। প্রচণ্ড ব্যথা হচ্ছে। ভক্তদের বলবেন আমার জন্য যেন দোয়া করে।’ মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ‘দাগ’ পরিচালনা করছেন তারেক সিকদার। এখানে মিম অভিনয় করছেন একজন চিত্রশিল্পীর ভূমিকায়। মীমের সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি।

আর পড়তে পারেন