সদরের পাচঁথুবীতে ব্যবসায়ি মাছুমের উদ্যোগে অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের স্থানীয় সমাজ সেবক ব্যবসায়ি মাসুদ করিম মাছুমের নিজ উদ্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের গোলাবাড়ি, রাচিয়া বাগবের, শিবের বাজার, কালিকাপুর, ইটাল্লা, বাড়াইপুরসহ বিভিন্ন গ্রামের ২ শত অসহায় পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
চকবাজার মাছুম স্টিলের সত্ত্বাধিকারি উপহার সামগ্রী বিতরণকালে বলেন, আগামী ২৫ শে রমজান অসহায়দের মাঝে আবারো উপহার সামগ্রী দিবো। যারা সাবলম্বী আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে এ দুর্যোগের দিনে অসহায় মানুষ দুমুঠো ভাত খেতে পারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুকতুল সর্দার, ডাঃ হাসান ইমাম সেতু, খোরশেদ আলম, শাহ আলম, খোকন রনিসহ আরো অনেকে।