শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ মোঃ কামরুজ্জামান লিটন (২৯) নামের এক অস্ত্রধারি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়।
রোববার (২ এপ্রিল) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লালনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মোঃ কামরুজ্জামান লিটন উপজেলার লালনগর এলাকার সৈনিক ভিলা বাড়ির মোতাহার হোসেনের ছেলে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার জানান, সন্ত্রাসী মোঃ কামরুজ্জামান লিটন দীর্ঘদিন যাবত এলাকার প্রভাব খাটিয়ে অস্ত্রের মুখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে এবং বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। কুমিল্লা র‌্যাব দীর্ঘদিন ধরে তাকে নজরদারি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০১৬ সালের ১ আগষ্ট দায়েরকৃত ওই মামলার সে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।

আর পড়তে পারেন