সদর দক্ষিণে ১৩ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকা হতে ১৩ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ২০ মার্চ দুপুরে কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর গ্রামের আব্দুল ওদুদের ছেলে মোঃ মহিউদ্দিন (৩০) এবং একই থানার জয়নগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল উদ্দিন (২২)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।