শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় সড়কের পাশের ১৯টি গাছ কেটে বিক্রির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০২৩
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার কাজী বাড়ী মোড় থেকে রসুলপুর পর্যন্ত সড়কের দুই পাশের ১৯টি কাঠগাছ কেটে বিক্রি করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ওই অভিযোগ উঠে স্থানীয় একজন দুষ্কৃতকারীর বিরুদ্ধে।

মেহার গ্রামের মো. ইসহাক এবং মুক্তিযোদ্ধা আ. মান্নান মাস্টার জানান, গত বুধবার (৩০ আগস্ট) থেকে গাছ কাটা শুরু করে স্থানীয় মেহার উত্তর পাড়া গ্রামের মৃত আলী আকবর মেম্বার এর ছেলে মো. মোরশেদ। গাছগুলো একত্রে করে সোমবার (৪ সেপ্টেম্বর) ওই গাছ মেহার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মজিবুর রহমান এর নিকট বিক্রি করে। গাছগুলোকে ৭ হাজার টাকায় বিক্রি করা হয় বলে তারা জানিয়েছেন।

এব্যাপারে জানতে বিক্রেতা মোরশেদ এর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়।

মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান জানান, মেহার গ্রামবাসী ১৯টি গাছ কাটার কথা মৌখিকভাবে অভিযোগ করেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউপি সচিবকে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন