বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হোমনায় আ’লীগ প্রার্থী মেরির সভা বন্ধ করে দিল প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০১৮
news-image

 


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থীর সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার বেলা ১১টায় হোমনা পোস্ট অফিস মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভা করার সময় হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আজগর আলী তা বন্ধ করে দেন।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ মেরীর পক্ষে কয়েক হাজার নেতাকর্মী পোস্ট অফিস মোড় থেকে বিশাল মিছিল বের করে হোমনা সরকারি ডিগ্রি কলেজ হয়ে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আজগর আলী জানান, জাতীয় সংসদ নির্বাচনে মিছিল, শো-ডাউন সম্পূর্ণ নিষিদ্ধ, ১০ তারিখের আগে সভা-সমাবেশ করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে সভা বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছি।

আর পড়তে পারেন