সদর দক্ষিণে ৬ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের কমলাপুর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গতকাল ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সদর দক্ষিণের কমলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুর গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে মোঃ জামাল (৫৩)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।