সদর দক্ষিণে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২ যুবক

রকিবুল হাসান রকি:
কুমিল্লা সদর দক্ষিণে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২ টায় সীমান্তবর্তী একবালিয়া এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়া রাস্তার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানার এস.আই ফরিদ উদ্দিন ও এ এসআই সেলিমুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯০ পিস ফেনসিডিল সহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, রাজধানী মতিঝিল থানার গোপীবাগ ৯২/এ (আর কে মিশন রোড) এলাকার মৃত: আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৮) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার লতিফপুর, চং ভাদেরা এলাকার আব্দুল হকের ছেলে রোমান হোসেন (৩৩)।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পি.পি.এম জানান, আটককৃত দুই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।