সদর দক্ষিণ হতে ১৫.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগঞ্জ বাজার এলাকা হতে ১৫.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১ জানুয়ারী রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার সদর থানার ইশাখা গ্রামের মিজানুর রহমান এর ছেলে মোঃ রমজান আলী (২০) এবং বরিশাল জেলার হিজলা থানার খোমনা গোবিন্দপুর গ্রামের রতন বয়াতি এর ছেলে মোঃ ইসমাইল (২০)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।