সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী সদর দক্ষিণ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে। এ উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই হাই স্কুলের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুহা. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফারুক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বিএনপি নেতা তুহিন মজুমদার, সেলিম মিয়া, মিজান মৌল্লা, সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ভূঁইয়া, কৃষক দল নেতা আবুল হাসেম, যুবদল নেতা সবুজ, বিএনপি নেতা ইয়াসিন মিয়া, রুহুল আমিন, মজিবুর রহমান, মিজান এবং উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার জন্ম। বাংলাদেশের মানুষের কাছে জিয়া নামটি প্রথম পরিচিতি লাভ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে, যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেই সংকটময় সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার হিসেবে তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতার ডাক। তার আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লালমাই বাজার সংলগ্ন মসজিদের ইমাম।