শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২৫
news-image

সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সামনে রেখে আজ থেকে সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার সকাল থেকে ২২ জানুয়ারি রাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সব সময় সজাগ রয়েছে।

স্বচ্ছতা ও সতর্কতা নিশ্চিত করতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে সজাগ থাকবে।

সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আর পড়তে পারেন